Inqilab Logo

ঢাকা বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০১ ব্শৈাখ ১৪২৮, ০১ রমজান ১৪৪২ হিজরী

বৃদ্ধ বাবাকে প্রেমিকার সঙ্গে বিয়ে দিলেন তরুণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

নিজে দাঁড়িয়ে থেকে বাবার বিয়ে দিলেন ছেলে। বরের নাম তরুণ কান্তি পাল। বয়স ৬৬। কনের নাম স্বপ্না রায়। বয়স ৬৩। গত ২৫ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। ১০ বছর আগে প্রথম ভালোবাসার মানুষকে হারিয়েছিলেন তরুণ কান্তি পাল। ছেলে সায়ন পাল টুইটারে ছবি শেয়ার করে জানিয়েছেন, আমি খুব খুশি যে বাবা তার ভালোবাসা খুঁজে পেয়েছেন। পরিবার থেকে জানানো হয়েছে, দুই পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে প‚র্ব পরিচিত। ভট্টনগরের গ্রামে থাকতেন তারা। কিন্তু এই দম্পতির কখনো সাক্ষাৎ হয়নি। শুরুতে স্বপ্না রায় ভালোবাসার কথা জানায় তরুণ কান্তিকে। সেই ভালোবাসায় সম্মতি দেন তরুণবাবু। ছেলে জানান, বয়স হয়েছে, দুবছর আগে বাবা অবসর নিয়েছেন। এরপর ভট্টনগরের রামকৃষ্ণ মঠে প্রতিদিন ব্যায়ামের জন্য যেতেন। সারদা মায়ের জন্ম তিথিতে দুবছর আগে স্বপ্না রায়ের সঙ্গে দেখা হয় বাবার। এরপর মাঝে মাঝে দেখা হতো এবং কথা হতো দুজনের। তরুণ কান্তি পাল জানিয়েছেন, জীবন একটি দীর্ঘ যাত্রা। সেই যাত্রায় কাউকে সঙ্গে নিতে লাগে। দুর্ভাগ্যক্রমে যদি সঙ্গী চলে যায় ছেড়ে তবে তাদের অসমাপ্ত যাত্রায় অন্য কাউকে অংশীদার হিসাবে বেছে নিতে হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেমিকার-সঙ্গে-বিয়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ