ট্রাম্প সমর্থকদের সশস্ত্র বিক্ষোভ!

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে সশস্ত্র বিক্ষোভ করেছেন বিদায়ী
ভারতের বিহারে ভগবানপুর এলাকায় এক পাষন্ড বাবা তার চার সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ সময় কুড়ালের আঘাতে তার আরেক মেয়ে এবং স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। নিহত ৪ সন্তানের মধ্যে ৩টি মেয়ে একটি ছেলে শিশু। ভগবানপুর থানার পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে অদেস চৌধুরী নামে ওই ব্যক্তি গত সোমবার রাতে কুড়াল নিয়ে পরিবারের সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মানসিক অবসাদে ভুগতে থাকা ওই ব্যক্তি একে একে কুড়াল দিয়ে কুপিয়ে চার সন্তানকে খুন করে। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।