Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮, ০৬ অগ্রহায়ণ ১৪২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী
শিরোনাম

বিয়ে করছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বিয়ে করছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ইতোমধ্যে বাগদানও হয়ে গেছে। এ খবর মিষ্টি নিজেই দিয়েছেন। তবে কাকে বিয়ে করছেন তা এখনই প্রকাশ করতে চাচ্ছেন না তিনি। মিষ্টি জানান, তার হবু বর পড়াশোনা ও ব্যবসা করছেন। দুজন-দুজনকে গভীরভাবে ভালবাসেন। ভালবাসা থেকে দুই পরিবারের সম্মতিতে বাগদান হল। তবে এখনো বিয়ের দিনক্ষণ ঠিক হয়নি। মিষ্টি বলেন, এখনো জানি না কবে বিয়ে করব। বিয়ের দিনই বরের পরিচয় সবার কাছে প্রকাশ করবেন বলে জানান তিনি। উল্লেখ্য, মিষ্টির জান্নাত পড়াশোনা করছেন ডেন্টাল কলেজে। শোবিজে তার যাত্রা শুরু হয় উপস্থাপিকা হিসেবে। সেখান থেকে শাহাদাত হোসেন লিটনের লাভ স্টেশন দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর মুক্তি পায় নজরুল ইসলাম বাবু পরিচালিত চিনিবিবি। মিষ্টি বর্তমানে অভিনয় করছেন তুই আমার, আমার প্রেম তুমি ও তুই আমার রাণী সিনেমায়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ