Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফ্রান্স শিগগিরই ম্যাখোঁ থেকে মুক্তি পাবে : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তিনি আশা করছেন শিগগিরই ফ্রান্স ইমানুয়েল ম্যাখোঁর মতো নেতা থেকে মুক্তি পাবে। ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই হচ্ছে এরদোগানের এ যাবৎকালের সবচেয়ে কড়া মন্তব্য। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ম্যাখোঁ হচ্ছেন ফ্রান্সের জন্য একটি বোঝা। প্রকৃতপক্ষে ফ্রান্স এবং ম্যাখোঁ একটি বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমি আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব ফ্রান্স ম্যাখোঁ থেকে মুক্তি পাবে। শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের এসব কথা বলেন এরদোগান। পূর্ব ভূমধ্যসাগরের সীমানা নিয়ে গ্রিসের সঙ্গে যে দ্বন্দ্ব রয়েছে তুরস্কের সে ইস্যুতে ফ্রান্স গ্রিসের পক্ষ নিয়ে তুরস্কের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছে। এমনকি এ বিষয়ে তুরস্ককে শক্তি প্রদর্শনের জন্য গ্রিসের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে ফ্রান্স। এছাড়া ফ্রান্সের সঙ্গে তুরস্কের আরো বেশকিছু ইস্যুতে মারাত্মক দ্ব›দ্ব রয়েছে। এরমধ্যে নাগরনো-কারাবাখ সংঘাতের বিষয়টিও রয়েছে। এ ইস্যুতে তুরস্কের অবস্থান ছিল আজারবাইজান পক্ষে, অন্যদিকে ফ্রান্স অবস্থান নিয়েছে আর্মেনিয়ার পক্ষে। এছাড়া সম্প্রতি ফ্রান্সে মহানবী (সা.)’র অবমাননাকর কার্টুন প্রকাশের ঘটনায়ও এরদোগানের সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের বাকবিতন্ডা হয়েছে। সে সময় এরদোগান বলেছিলেন, ম্যাখোঁর মানসিক চিকিৎসা প্রয়োজন। এরদোগান আরও বলেন, ফরাসীদের উচিত ম্যাখোঁকে পরিত্যাগ করা। তা না হলে তারা ইয়েলো ভেস্ট থেকে মুক্তি পাবে না। ২০১৮ সালে ফ্রান্সে ইয়েলো ভেস্ট আন্দোলন শুরু হয়। এরদোঘান সেই আন্দোলনের কথাই ইঙ্গিত করেছেন। বিস্তারিত না জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ইয়েলো ভেস্ট আন্দোলন রেড ভেস্ট আন্দোলনে পরিণত হতে পারে। এরদোগানের এমন মন্তব্যের পর ম্যাখোঁ সম্মান জানানোর আহবান জানিয়েছেন। তিনি বলেন, এরদোগান তুর্কি নাগরিকদের স্বাধীনতা খর্ব করেছেন। তুরস্ক ও ফ্রান্স উভয়েই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। তবে দেশ দুটির মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পরস্পর বিরোধী অবস্থান রয়েছে। এসব ইস্যুর মধ্যে রয়েছে সিরিয়া, লিবিয়া, পূর্ব ভূমধ্যসাগরের কর্তৃত্ব এবং নাগরনো-কারাবাখ অঞ্চলের বিরোধ। আল-জাজিরা, ইয়েনি শাফাক,পার্সটুডে।



 

Show all comments
  • Oblivion ১০ ডিসেম্বর, ২০২০, ৩:৩৮ পিএম says : 0
    নাৎসি শাসক হিটলারের পথেই হাঁটছে ফ্রান্স।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ