Inqilab Logo

ঢাকা বুধবার, ২০ জানুয়ারি ২০২১, ০৬ মাঘ ১৪২৭, ০৬ জামাদিউস সানী ১৪৪২ হিজরী
শিরোনাম

সঙ্গীত চমক ভাই-বোন ফরমান-ফরমানি ‘ইন্ডিয়ান আইডল ১২’-এ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সোশাল মিডিয়া আর ভিডিও শেয়ারিং প্লাটফর্মে মুজাফফরনগর, উত্তর প্রদেশের ফরমানি নাজ এবং তার ভাই ফরমান এখন বিশাল চমক, ঠিক এর আগে রানু মন্ডল যেমন চমক সৃষ্টি করেছিলেন। সর্বশেষ জানা গেছে এই ভাইবোন ‘ইন্ডিয়ান আইডল’ রিয়েলিটি শোতে প্রতিযোগী হিসেবে অংশ গ্রহণ করবেন। গত বছর প্রাত্যহিক কাজ করার সময় গান গাইবার ভিডিও ভাইরাল হলে ফরমানির নাম ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে ভারতখ্যাত প্লেব্যাক গায়ক কুমার সানুর সঙ্গে গান গাইবারও সুযোগ পায় সে। দুই ভাইবোনের গান ইউটিউবে কয়েক মিলিয়ন বার ভিউ হয়েছেন। “সঙ্গীত বরাবরই আমার জন্য অনুপ্রেরণা। আমরা যখন প্রথম আমাদের ইউটিউব চ্যানেল শুরু করি, কেউ আমাদের পাশ দাঁড়ায়নি অনেকে বলেছে আমরা অহেতুক সময় নষ্ট করছি, কিন্তু একসময় তারা আমাদের সমর্থন আর প্রশংসা শুরু করা শুরু করে,” ফরমানি বলেন। “আমাদের বহুদূর যেতে হবে। আশা করছি ‘ইন্ডিয়ান আইডল’ আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে,” ফরমান সোনি টিভির রিয়েলিটি শোতে অংশ নেয়া সম্পর্কে বলেন। ফরমানি কুমার সানুর সঙ্গে ‘জো হাল ইয়ে তেরা হ্যায়’ গানে কণ্ঠ দিয়েছেন। তিনি তিন সন্তানের মা ফরমানি স্কুলে থাকতেই গান গাওয়া শুরু করেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্ডিয়ান-আইডল-১২
আরও পড়ুন