প্রোটিয়া চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আজহার

করোনাকালীন বিরতি কাটিয়ে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুই সিরিজেই পাকিস্তানের ঘটেছে ভরাডুবি। এর মাঝেই
চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজিত মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে চাঁদপুর জেলা। এম.এ. আজিজ স্টেডিয়ামে টাইব্রেকারে নোয়াখালী জেলাকে ৫-৪ গোলে হারায় চাঁদপুর। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র থাকায় টাইব্রেকারে কপাল পুড়ে নোয়াখালী জেলার। এতে চাঁদপুরের ইয়াকুব, তুহিন, শামীম, আবদুল্লাহ, ফরহাদ গোল করে। অপরদিকে রাকিব, ইমাম, ইকবাল, রনি গোল করলেও পারভেজ গোল করতে ব্যর্থ হলে নোয়াখালী পরাজয় মেনে মাঠ ত্যাগ করে। ম্যাচটির প্রথমার্ধ ছিল একেবারে নিষ্প্রাণ। কিন্তু দ্বিতীয়ার্ধে উভয় দল আক্রমন ও পাল্টা আক্রমনে খেললে ম্যাচটি প্রাণবন্ত হয়ে উঠে। খেলার ৬৭ মিনিটে নোয়াখালীর বদলী ইমাম হোসেন গোল করে দলকে এগিয়ে নেয় (১-০)। ইনজুরি টাইমে চাঁদপুর বক্সের বাইরে একটি ফ্রি কিক পায়। তা থেকে শামীম চমৎকার শটে গোল করে খেলাটি সমতায় নিয়ে আসে (১-১)। আগামীকাল কোয়ার্টার ফাইনালে চাঁদপুরের প্রুতপক্ষ ব্রাহ্মণবাড়িয়া জেলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।