Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় ৩ ঘরে ডাকাতি

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ৪:৩৩ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোটহারজী গ্রামে সরকার বাড়ি অনিমেশ চন্দ্র সরকার, তপন সরকার ও স্বপন সরকারের ঘরে মঙ্গলবার রাতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা ৩ ঘর থেকে ১ টি পিতলের প্রতিমা, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, স্বার্ণালংকার, কাপড়-চোপড় ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অনিশে চন্দ্র সরকার ওই গ্রামের যাদব চন্দ্র সরকারের চেলে এবং তপন সরকার ও স্বপন সরকার একই গ্রামের মুকুন্দ চন্দ্র সরকারের চেলে।

পারিবারিক সূত্রে জানাযায়, মঙ্গলবার গভীর রাতে দেশীয় আস্ত্রে সজ্জিত হয়ে ১৫/১৬ জনের ডাকাত দল অনিমেশ ও তপনের ঘরের দরজা ভেঙ্গে এবং স্বপন এর ঘরে সীঁদ কেটে প্রবেশ করে। এসময় ডাকাতরা অনিমেষ সরকারের ঘরে থাকা লজিং মাষ্টার নেয়ামতপুরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিপঙ্কর রায়কে পিটিয়ে আহত করে।

মঠবাড়িয়া থানার ওসি আ,জ,মো. মাসুদুজ্জামান জানান, ডাকাতির কোন তথ্য থানায় আসেনি। তবে গ্রামে চুরির ঘটনাকে ডাকাতি বলে থাকে। তবে এ বিষয় খোজ নেয়া হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি

১৫ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ