Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ৪:৪২ পিএম

আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নাটোর সিংড়ায় পৌর এলাকার ১০টি পয়েন্টে উচ্চ গতি সম্পন্ন ফ্রি ওয়াই-ফাই ইন্টারনেট স্থাপনের প্রতিশ্রুতি দিলেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই ঘোষণা দেয়া হয়েছে।

এসময় পৌর মেয়র বলেন, করোনা কালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনলাইন ক্লাস এবং অন্যান্য সুবিধার জন্য আমার পৌর এলাকার গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে আগামী ৭দিনের মধ্যে উচ্চ গতির ফ্রি ওয়াই-ফাই হটস্পট স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।এসসময় পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ হাসান, সাধারন সম্পাদক নাজমুল হক বকুল,গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল, জিএস বেলায়েত হোসেন,পৌর ছাত্রলীগ সভাপতি বনি ইসরাইল বাপ্পি,সাধারন সম্পাদক জুনাইদ হাসান জয় ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আনিসুর রহমান লিখন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রি ওয়াই-ফাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ