Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিডিল্যান্ডের মাঠে লিভারপুলের হোঁচট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

ম্যাচের প্রথম মিনিটেই গোল। এমন দারুণ শুরুর পর যেন পথ হারিয়ে ফেলল লিভারপুল। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল মিডিল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের রুখে দিল ডেনিশ চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপের শেষ রাউন্ডে ১-১ ড্র করেছে লিভারপুল। মোহামেদ সালাহ দলটিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন আলেকসান্দের শোলজ। প্রথম পর্বে অ্যানফিল্ডে ২-০ গোলে জিতেছিল ইয়ুর্গেন ক্লপের দল।
আগের রাউন্ডে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বের টিকেট নিশ্চিত করা লিভারপুল গোলের দেখা পায় ম্যাচের ৫৫ সেকেন্ডেই। প্রতিপক্ষের দুর্বল ব্যাক-পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন সালাহ। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের দ্রুততম গোল এটিই। ২২ গোল নিয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় স্টিভেন জেরার্ডকে ছাড়িয়ে এককভাবে দলটির সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন মিশরিয় ফরোয়ার্ড। অনেক চেষ্টার পর ৬২তম মিনিটে সফল স্পট কিক থেকে মিডিল্যান্ডকে সমতায় ফেরান শোলজ। এরপর বাকি সময় গোলের চেষ্টা করেও পেরে ওঠেনি গত মৌসুমের সবচেয়ে সফল দল লিভারপুল।
একই সময়ে হওয়া গ্রুপের অন্য ম্যাচে আয়াক্সকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে আতালান্তা। ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল লিভারপুল। তিন জয় ও দুই ড্রয়ে আতালান্তার পয়েন্ট ১১। আয়াক্সের ৭ ও মিডিল্যান্ডের ২ পয়েন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিভারপুল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ