Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাসুমকে দু’বার মারতে উদ্যত মুশফিক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

হারলেই বাদ। এমন সমীকরণ সামনে নিয়েই এলিমেনেটর রাউন্ডে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে বেক্সিমকো ঢাকা। এমন ম্যাচে স্বাভাবিকভাবেই চাপে থাকার কথা ক্রিকেটারদের। সেই চাপ যেন বুমেরাং হয়ে উঠলো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমের জন্য। পুরো ম্যাচেই সতীর্থদের সঙ্গে উত্তেজিত আচরণ করতে দেখা গেছে তাকে। এমনকি মেজাজ হারিয়ে স্পিনার নাসুম আহমেদকে মারতে দুইবার হাতও উঠে গিয়েছিল তার!
ঘটনাটা বরিশালের ইনিংসের ১৩ তম ওভারের।
নাসুমকে বিশাল ছক্কা মেরেছিলেন আফিফ। নাসুমের ছক্কা খাওয়াতে মুশফিক ছিলেন বিরক্ত। পরের বলেই আফিফ মিড উইকেটে বল ঠেলে সিঙ্গেল নিয়েছেন। তখন নিজের পজিশন ছেড়ে বোলিং কুড়িয়ে আনতে যান নাসুম ও মুশফিক। তখন বলটি হাতে তুলে নিয়েছিলেন মুশফিক-ই, কিন্তু উত্তেজিত মুশফিক বল হাতে নিয়ে উইকেটে না মেরে প্রথমে নাসুমকে মারার জন্য উদ্যত হন!
পরের ঘটনা ১৭তম ওভারে। শফিকুলের বলে আফিফ উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়েছিলেন। সেটি ধরতে উইকেটের পেছন থেকেই ছুটে যান মুশফিক। ওই ক্যাচ ধরতে ছুটছিলেন নাসুমও। কিন্তু শেষ পর্যন্ত নাসুম দাঁড়িয়ে থেকে মুশফিককে ক্যাচ নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আফিফের ক্যাচ ধরে মুশফিক ফের একই ভঙ্গিতে নাসুমকে মারার জন্য উদ্যত হয়েছিলেন!
তখস স্বাভাবিকভাবেই অধিনায়কের কাছ থেকে এমন আচরণ পেয়ে বিস্মিত ছিলেন নাসুম। উইকেট পেয়ে যেখানে উল্লাস করার কথা, উল্টো নাসুম পেলেন ‘অপ্রত্যাশিত’ আচরণ। যা ক্রিকেটের চেতনার সঙ্গে বড্ড বেমানান।
অবশ্য এলিমেনেটর ম্যাচে কেবল নাসুমের সঙ্গেই মুশফিক এমন আচরণ করেননি। পুরো ম্যাচ জুড়েই উইকেটের পেছন থেকে বাজে আচরণ করতে দেখা গেছে তাকে!



 

Show all comments
  • কামাল ১৫ ডিসেম্বর, ২০২০, ৩:২১ এএম says : 0
    অধিনায়ক মুশফিকুর রহিম হয়তো মেজাঝ ঠিক রাখতে পারেন নি
    Total Reply(0) Reply
  • Sayeem Maheer ১৫ ডিসেম্বর, ২০২০, ৩:৫৯ এএম says : 0
    মুশফিক অবশ্যই উচিত কাজ করেছে। আজকের এই লো স্কোরিং ম্যাচে নাসুমের খেলার অবস্থা ছিল ছন্নছাড়া, না বোলিং না ফিল্ডিং।
    Total Reply(0) Reply
  • Mehedi Hasan ১৫ ডিসেম্বর, ২০২০, ৩:৫৯ এএম says : 1
    সেই আশরাফুল থেকে শুরু করে বর্তমানের তামিম সাকিব মুশফিক, বাংলাদেশের মোটামুটি সব প্রতিষ্ঠিত ক্রিকেটারের ব্যবহার এমনই, কারোর টা ভাইরাল হয়, কারোর টা হয় না, এটুকুই পাথর্ক্য। এসব ব্যবহারের জন্যই এরা কখনোই কিংবদন্তি হতে পারবে না
    Total Reply(0) Reply
  • Md Aminul Islam Babu ১৫ ডিসেম্বর, ২০২০, ৪:০১ এএম says : 0
    বড় মাপের এমন খেলোয়াড়ের কাছ থেকে এমন আচরণ মোটেও ঠিক হয়নি।তাছাড়া নাছুমের ভুলটাও সেরকম বড় কোনো ভুল ছিল না।
    Total Reply(0) Reply
  • Siyam Azad ১৫ ডিসেম্বর, ২০২০, ৪:০২ এএম says : 0
    কি ধরনের সাংবাদিকতা এসব!? আমি লাইভ দেখেছি কি হয়েছে এটা জাস্ট ফান করেছিল মুশি আর অধিনায়ক হিসেবে সে যথেস্ট সিরিয়াস।
    Total Reply(0) Reply
  • Mojibur Rahman ১৫ ডিসেম্বর, ২০২০, ৪:০২ এএম says : 0
    মুশফিকুর রহিম যথেষ্ট ভদ্র খেলোয়ার, সন্দেহ নাই, ওকে নিয়ে সমালোচনা না করা ই শ্রেয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুশফিক

১৮ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ