Inqilab Logo

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আনোয়ারায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ৭:১৮ পিএম

চট্টগ্রামের আনোয়ারা থানা কর্তৃক নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারী সংস্থার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ. এম. দিদারুল ইসলাম সিকদার এর সভাপতিত্ত্বে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ারা সর্কেল মফিজ উদ্দিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসের প্রধান সহকারী মিজানুর রহমান, আনোয়ারা উপজেলা এনজিও ফোরামের সভাপতি, নুরুল আবছার তালুকদার, সাধারণ সম্পাদক রাজিব দাশ, কারিতাস বাংলাদেশ এর কর্মকর্তা লিটন, মহিলা ইউপি সদস্য সাজিয়া সুলতানা সহ বিভিন্ন এনজিও কর্মকর্তা, মহিলা সদস্য প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মফিজ উদ্দিন,। আলোচনা সভায় বক্তাগণ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের আইনগত সহায়তার পাশাপাশি নিরাপদ আশ্রয়, আহার, চিকিৎসাসহ সব ধরনের সহযোগীতা করবেন মর্মে অভিমত ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ