Inqilab Logo

ঢাকা সোমবার, ২৬ জুলাই ২০২১, ১১ শ্রাবণ ১৪২৮, ১৫ যিলহজ ১৪৪২ হিজরী
শিরোনাম

মঠবাড়িয়ায় অগ্নিকান্ড

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কাছিছিড়া গ্রামে গতকাল দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত সুপারী ব্যবসায়ী ওই গ্রামের মৃত জব্বার মৃধার ছেলে দুলাল জানান, সকালে তার ভাতিজা প্রতিবন্ধি বেল্লাল তার মাকে আঘাত করলে সে আহত হয়। আহত ওই ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরে লোক মুখে জানতে পারেন ঘরে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে তার ও তার ছোট ভাই হাবিব এবং মা সবুর জানের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা শত চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। এমনকি ঘরের কোন মালামাল বের করতে পারেনি।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ