Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১, ২৪ অগ্রহায়ণ ১৪২৮, ০৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ইরানের সঙ্গে বাণিজ্যের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২০, ১১:৩৪ পিএম

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাণিজ্য শুরুর আহ্বান জানিয়েছেন। ইরানের ওপর আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও গুতেরেস এই আহ্বান জানালেন।
তিনি আরো বলেন, ২০১৫ সালে সই হওয়া ঐতিহাসিক পরমাণু সমঝোতা রক্ষা করা জরুরি। গুতেরেস বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত ২২৩১ নম্বর প্রস্তাবের আওতায় এই বাণিজ্য শুরু হতে পারে। এই প্রস্তাবনার মাধ্যমে নিরাপত্তা পরিষদে পরমাণু সমঝোতা অনুমোদন করা হয়।
গুতেরেস আরো বলেন, ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে যে সংকট রয়েছে এই সমঝোতা হচ্ছে তার পূর্ণাঙ্গ, দীর্ঘমেয়াদী এবং সঠিক সমাধান। সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য স্বাক্ষরকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। সূত্র : পার্সটুডে 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন