Inqilab Logo

ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২০, ১২ কার্তিক ১৪২৭, ১০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী

পাকিস্তানে টিভি চ্যানেল কার্যালয়ে হামলা, নিহত ১

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের করাচিতে একটি টিভি চ্যানেলের কার্যালয়ে হামলার ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছে সাতজন। গত সোমবার সন্ধ্যায় করাচি মেট্রোপলিটন এলাকায় টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজের অফিসে হামলা একদল সহিংস বিক্ষোভকারী। রুখে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত হন। ডন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। করাচি পুলিশ জানিয়েছে, মুত্তাহিদা কাওমি মুভমেন্টের (এমকিউএম) সদস্যরা তাদের ওপর এবং এআরওয়াই নিউজের অফিসে পাথর ছুঁড়তে থাকে। বিক্ষোভ থামাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সেন্টারের জরুরি বিভাগের প্রধান জেমিন জামালি জানিয়েছেন, হাসপাতালে অন্তত একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। সাতজনকে আহত অবস্থায় আনা হয়। পরে তিনি নিহতের নাম জানান- আরিফ সাইদ। মেট্রোপলিটন এলাকার ব্যস্ততম জয়নাব মার্কেটে এআরওয়াই নিউজের কার্যালয়। এআরওয়াই নিউজ জানিয়েছে, তাদের অফিসে হামলা চালিয়েছে এমকিউএম-এর সদস্যরা।ডন, পিটিআই। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানে টিভি চ্যানেল কার্যালয়ে হামলা
আরও পড়ুন