Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

উদ্দাম পার্টিতে ওবামা-কন্যা মালিয়া

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাতভর উদ্দাম পার্টি। প্রতিবেশীদের অভিযোগে শোরগোল থামাতে হাজির হলো পুলিশ। এমন কি পরিস্থিতি সামলাতে হাজির সিক্রেট সার্ভিস এজেন্টরাও। গত সপ্তাহে আমেরিকার ম্যাসাচুসেটসের প্রমোদদ্বীপ মার্থা’জ ভিনিয়ার্ডের সেই ঘটনা ঘিরে তোলপাড়। কারণ ওই পার্টি থেকে মত্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়াকে। মেয়েকে বাড়ি নিয়ে যেতে হাজির হয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, আমেরিকার ফার্স্ট ডটার মালিয়াকে ঘিরে ধরে নিয়ে যাচ্ছে নিরাপত্তাবাহিনী। প্রাথমিকভাবে অনেকের ধারণা হয় কোন সন্ত্রাসবাদী হামলা থেকে ওবামা-কন্যাকে বাঁচানোর চেষ্টা চলছে। পরে জানা যায়, একটি পার্টি থেকে বের করা হচ্ছে মালিয়াকে। সম্প্রতি ম্যাসাচুসেটসের ওই দ্বীপে সপরিবারে ছুটি কাটাতে গিয়েছেন প্রেসিডেন্ট। উঠেছেন ওয়েস্ট টিসবেরির বাংলোয়। ওয়েস্ট টিসবেরি পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাত ৯টা নাগাদ ওই পার্টি শুরু হয়। চলে গভীর রাত পর্যন্ত। পার্টিতে প্রচ- শোরগোল হওয়ায় পুলিশে খবর দেন প্রতিবেশীরা। প্রেসিডেন্টের নিরাপত্তা সচিবকে দ্রুত খবর দেয়া হয়। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মেয়েকে নিতে হাজির হন স্বয়ং ওবামা। আগামী বছর হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়তে যাবেন মালিয়া। তার আগে বন্ধুদের সঙ্গে হৈহুল্লোড় করতেই ব্যস্ত তিনি। চলতি মাসের শুরুতেই ধূমপানরত (কারও কারও মতে, মারিজুয়ানা টানছিলেন তিনি) মালিয়ার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। সম্প্রতি বন্ধুদের সঙ্গে বোগাতা, কলম্বিয়ার লোলাপালোজা মিউজিক ফেস্টিভ্যালে যান মালিয়া। সেখানেই সম্ভবত ওই ছবি তোলা হয়েছিল। আমেরিকার একটি ওয়েবসাইট জানিয়েছে, মেয়েকে পার্টি থেকে বের করে আনার পর তার সঙ্গে বেশ কিছুটা রাস্তা হেঁটেই যান প্রেসিডেন্ট। সে সময় বেশ কিছুক্ষণ কথা হয়েছে দু’জনের। অনেকেই বলছেন, কিশোরী কন্যার অতিরিক্ত পার্টিতে যাওয়া এবং সেখানে নেশা করার ছবি দেখে চিন্তিত প্রেসিডেন্ট। যদিও সমালোচকদের একাংশের মতে, উদ্বিগ্ন হওয়ার কথা নয় ওবামার। তরুণ বয়সে নেশা করতেন বলে আত্মজীবনীতে স্বীকার করেছেন তিনি। এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্দাম পার্টিতে ওবামা-কন্যা মালিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ