Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আসছে নক্ষত্রের ফুল

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এবারের ঈদে দর্পণ কবীরের কথায় আসছে গানের সিডি-নক্ষত্রের ফুল। চমৎকার কথা ও সুরে ১০টি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর ও কলকাতা’র শুভমিতা ব্যানার্জী। দেশের সঙ্গীতাঙ্গনের শীর্ষ প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে গানের সিডিটি বের হচ্ছে। গানগুলো সুর করেছেন এস. এ. শামীম এবং সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। প্রত্যেক শিল্পী ২টি করে গানে কণ্ঠ দিয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী এই গানের সিডি বাজারজাত করবে জি-সিরিজ। এ ছাড়া ঈদের পঞ্চম দিন রাতে এটিএন বাংলা টিভিতে গানগুলো সম্প্রচার হবে। হারানো দিনের গানের আবহে গানের কথা ও সুর করা হয়েছে বলে জানিয়েছেন গীতিকার দর্পণ কবীর। গানগুলো সম্পর্কে কণ্ঠশিল্পীরাও ইতিবাচক ও প্রশংসাসূচক মন্তব্য করেছেন বলেও তিনি জানান। সুর স¤্রাট শেখ সাদী খান এই গানগুলো সম্পর্কে বলেছেনÑ গানগুলো শ্রোতাদের সত্তর দশকের গানের রেশ ছড়িয়ে দেবে। সঙ্গীতানুরাগীদের হৃদয়ে সাড়া ফেলবে বলে অভিমত প্রকাশ করেছেন সুরকার এস. এ. শামীম। তিনি বলেছেনÑ বর্তমানে বাংলা গান যখন গড্ডালিকা প্রবাহে ভেসে যাচ্ছে, ঠিক এমনি সময়ে বোদ্ধা শ্রোতাদের আত্মতৃপ্তির রেশ ও সঙ্গীত জগতে স্বস্তি ছড়াবে এই গানগুলো। সুবীর নন্দীর গাওয়াÑ তোমাকে দেব নক্ষত্রের ফুল/জোছনার লাবণ্য সব মেখে/দেবো, সূর্যোদয়ের গান, গোধূলীর অভিমান/দেবো, কল্পনার জলছবি এঁকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসছে নক্ষত্রের ফুল

২৪ আগস্ট, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ