Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের পরিচিতি সভা ধামরাই হবে আধুনিক ও উন্নয়নশীল পৌরসভা

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাই পৌর সভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলরদের পরিচিতি ও সুধী সমাবেশের আয়োজন করা হয় গত শুক্রবার পৌর চত্বরে। এতে পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি দেয়ান নাজিম উদ্দিন মুঞ্জুর নানা দুর্নীতির চিত্র তুলে ধরেন বক্তরা। বক্তরা বলেন, তিনি দু’বার পৌর সভার মেয়র থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করে পৌর সভার কোন উন্নয়ন করেননি। কিন্তু নিজের উন্নয়নের জন্য কয়েকটি মিল-কারখানা তৈরি করেছেন। নবনির্বাচিত মেয়র আলহাজ গোলাম কবির অবহেলিত পৌরসভাকে উন্নয়নের দ্বারপান্তে পৌঁছানোর জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সকলের সহযোগিতা কামনা করেন। এই আলোচনার মাধ্যমে সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে এবং কাউন্সিলরদের উন্নয়নের ভূমিকা তুলে ধরেন। নবনির্বাচিত পৌর পিতা আলহাজ গোলাম কবির মোল্লা আরো বলেন, জনগণ আমাকে অনেক আশা-আকাক্সক্ষা নিয়ে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই প্রতিটি নাগরিকের সকল প্রকার সুযোগ সুবিধা ও তাদের নায্য দাবি পূরণের লক্ষ্য নিয়েই আমি কাজ করতে চাই। এজন্য সুধী সমাবেশের আয়োজনের মধ্য দিয়ে আমার কল্যাণমূলক ভবিষ্যত চিন্তা চেতনা জনগণের মাঝে তুলে ধরতে চাই। পৌর জনগণকে সাথে নিয়েই ধামরাই পৌরসভাকে একটি আধুনিক ও উন্নয়নশীল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সর্বদা সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত আলোচনা সভায় আ.লীগ নেতা শফিক আনোয়ার গুলশানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা-২০, ধামরাইয়ের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের পরিচিতি সভা ধামরাই হবে আধুনিক ও উন্নয়নশীল পৌরসভা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ