Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ৩০ বৈশাখ ১৪২৮, ৩০ রমজান ১৪৪২ হিজরী

ফিলিপাইনে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ৬:৪৬ পিএম

ফিলিপাইনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৩। শুক্রবার সকালে দেশটিতে ভূমিকম্প আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ম্যানিলার বাসিন্দাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়, ভূমিকম্পের ফলে ভবনগুলো কেঁপে উঠে। তবে ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্যা অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭.৪৩ টায় ভূপৃষ্ঠের ১১৪ কিলোমিটার গভীরে লুজনের প্রধান দ্বীপের বাতাঙ্গাস প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে। ম্যানিলা শহর থেকে ৯০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের ফলে চার্চ সেবা বন্ধ করে দওয়া হয়। খবর এএফপি’র। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ