Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনা মুক্তির প্রার্থনায় বড় দিন উদযাপিত

বোকো হারামের হামলা, যুক্তরাষ্ট্রে বিস্ফোরণ, উত্তপ্ত গাজা উপত্যকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস থেকে মুক্তির আকাক্সক্ষা নিয়ে পালিত হলো খ্রিস্ট ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব বড়দিন। বিশ্বব্যাপী সরকারের স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে, উৎসবে যোগ দেন খ্রিস্টান সম্প্রদায়। ভ্যাটিক্যানে সীমিত পরিসরে বড়দিনের আয়োজন করা হয়। অন্ধকারময় সময়ে ভ্যাকসিনের আবিষ্কারকে আশীর্বাদ অভিহিত করে জাতীয়তাবাদের ভেদাভেদ ভুলে সবার কাছে ভ্যাকসিনের সুফল পৌঁছানোর আহবান জানান পোপ ফ্রান্সিস। এদিকে ২০১৯ সালের এপ্রিলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তের পর প্রথমবারের মত প্যারিস নটর-ড্যাম ক্যাথেড্রালে ঐতিহ্যবাহী ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়েছে। যদিও ২০২৪ সালের আগে খোলা হবে না ক্যাথেড্রালটি। বড়দিনের বার্তায় করোনাভাইরাসের যোদ্ধাদের সম্মান জানিয়েছেন, ব্রিটিশ রাণী এলিজাবেথ। পরিবার বিচ্ছিন্ন হওয়া মানুষগুলো একা নয় বরং সবাই তাদের পাশে আছে বলেও সান্ত¡না দেন রাণী। নাইজেরিয়ায় বড়দিনের আগের দিন সন্ধ্যায় বোকো হারাম জঙ্গিরা খ্রিস্টান অধ্যুষিত একটি গ্রামে হামলা চালিয়ে অন্তত সাত জনকে হত্যা করেছে, যাজকসহ সাতজনকে ধরে নিয়ে গেছে এবং একটি গির্জা জ্বালিয়ে দিয়েছে বলে জানায় সিএনএন। উত্তরের বর্ন রাজ্যের চিবুকের কাছে পেমি গ্রামে বৃহস্পতিবার রাতে ওই হামলার ঘটনা ঘটে। বিবিসি অবশ্য হামলায় নিহতের সংখ্যা ১১ জন বলছে। চিবুকের স্থানীয় সরকারের সচিব শুক্রবার সিএনএনকে বলেন, ‘‘বোকো হারাম পেমি গ্রামে হামলা চালিয়ে সাতজনকে হত্যা করে এবং এক যাজকসহ আরো সাতজনকে ধরে নিয়ে যায়। ‘‘হামলার সময় তারা একটি গির্জা, একটি ওষুধের দোকান এবং বেশ কয়েকটি বাড়িও জ্বালিয়ে দেয়।” যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের ন্যাশভিল শহরতলীতে বড়দিনের সকালে বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন জন আহত হয়েছেন। বেশকিছু বাড়িঘরও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেট্রো ন্যাশভিল পুলিশ বিভাগ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে একটি গাড়ি বিস্ফোরিত হওয়ার কথা টুইটারে জানিয়েছে। কর্মকর্তাদের ধারণা, ‘উদ্দেশ্যম‚লকভবে’ এ ঘটনা ঘটানো হয়েছে। টুইটারের ছবিতে বিস্ফোরণস্থলে আগুনের ধোঁয়া এবং রাস্তায় ধ্বংসস্তুপ দেখা গেছে, জ্বলতে দেখা গেছে কয়েকটি গাড়িও। কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের আর কোনও ঘটনা ঘটেছে কিনা তা জানাতে পারেননি তারা। ঘটনার এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেন, “বিস্ফোরণটি আমার বাড়ির সামনে হয়েছে। এতে আমার বাড়ির জানালা উড়ে গেছে। রাস্তায় সবকিছুতে আগুন ধরে গেছে। সেখানে তিনটি গাড়ি ছিল, সেগুলো পুরোই জ্বলে গেছে।” বড়দিন উদযাপনের মধ্যেই সংঘাতে জড়ালো ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রুশ গণমাধ্যম আরটির তথ্য মতে, (২৫ ডিসেম্বর) শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় জঙ্গি বিমান নিয়ে ঢুকে পড়ে ইসরাইলি বাহিনী। এসময় হামাসের কয়েকটি গোপন আস্তানা গুঁড়িয়ে দেয়ার দাবি করে তারা। ইসরাইলের প্রতিরক্ষা দফতরের দাবি, বিশ্বব্যাপী বড়দিনের উৎসব চলাকালে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলুনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে হামাস। কিন্তু ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে সক্ষম হয়। জবাবে গাজা উপত্যাকায় হামাসের স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে তেল আবিব। বিমান হামলায় বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় একমাস পর উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিমান হামলায় গাজার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিবিসি, রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে বিস্ফোরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ