Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা

বাংলাদেশ সাংবাদিক সমিতি নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার সকালে পৌরসভার সামনের সড়কে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকলে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের আহবান জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সুজন জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল, সদর থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো. আইয়ুব আলী, জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, যুগ্ম সম্পাদক আলপনা বেগম, সাংবাদিক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ্, আর জে এফ-এর নেত্রকোনা জেলা শাখার সভাপতি দিলওয়ার খান, সাংবাদিক ভজন দাস, সাংবাদিক সমিতির সম্পাদক নাজমুশ শাহাদাৎ নাজু, সাংবাদিক আলতাবুর রহমান কাসেম, সাংবাদিক সঞ্জয় সরকার, আর জে এফ-এর সম্পাদক সুজাদুল ইসলাম ফারাস, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, সাংবাদিক এ কে এম এরশাদুল হক জনি, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমি প্রমুখ। বক্তারা দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ