Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সাড়ে ৩ লাখ, আক্রান্ত ২ কোটি ছাড়াল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:৩০ এএম

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা করোনাভাইরাসে কাবু হয়ে পড়েছে। এই ভাইরাসের তাণ্ডব চলছে তাণ্ডব চলছে যুক্তরাষ্ট্র জুড়ে।

দিন দিন বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। এরই মধ্যে এই ভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। দিন যত যাচ্ছে ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে এই মহামারী। এর প্রকোপ শেষ হওয়ার কোনও আভাসই মিলছে না। এরমধ্যে নতুন রূপেও হাজির হয়েছে এই ভাইরাস।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতি হওয়া আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি এবং মৃতের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত একদিনে আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৮০ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৫৫০ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমেরিকায় সংক্রমিত রোগীর সংখ্যা ২ কোটি ২ লাখ ১৬ হাজার ৯৯১। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৫০ হাজার ৭৭৮ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৬৭ হাজার ২৮৩। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ জন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৩০ লাখ ৬০ হাজার ২৭৬ জন, মোট মারা গেছেন ১৮ লাখ ১২ হাজার ৪৬ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৮৮ লাখ ৬১ হাজার ৮০০।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ