শ্রীনগরে বিচার প্রার্থীর কান ছিরে ফেললেন নারী ইউপি সদস্য

শ্রীনগর উপজেলায় বিচার প্রার্থীর কান ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে ষোলঘর ইউপি সদস্য ফিরোজা বেগমের বিরুদ্ধে।
যশোরের শার্শা উপজেলায় রামদা দিয়ে কুপিয়ে মুক্তার আলী (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি শার্শা উপজেলার অগ্রভুলাট গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে। শনিবার বিকাল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অগ্রভুলাট গ্রামের উত্তরপাড়ায় প্রতিবেশী মামার সাথে শনিবার বিকেলে মুক্তারের তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। খবর পেয়ে একই গ্রামের মাজহারুল ইসলাম ও তার দুই ছেলে মামুন ও মাসুম এসে রামদা দিয়ে মুক্তারের গলায় এলোপাথাড়ি কোপালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
শার্শা থানার ওসি বদরুল আলম জানান, মুক্তার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।