Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অযথা ঘোরাঘুরি করলেই হাজার রিয়াল জরিমানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

সউদী আরবে সাধারণ জনগণের চলাচলের জায়গায় কোনো রকমের খাদ্য কিংবা পানীয় গ্রহণ করলে ১০০০ রিয়াল জরিমানা করা হবে। শনিবার সউদী আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাস্তাঘাটে একসঙ্গে দুজনের বেশি চলাফেরা করা যাবে না। এছাড়া দেশটির স্বাস্থ্যবিধি না মানলে প্রবাসী কিংবা স্থানীয় নাগরিক জরিমানার আওতায় পড়বে। এদিকে অযথা রাস্তায় হাঁটাহাঁটি কিংবা পানি পান না করতে প্রবাসীদের আহবান জানিয়েছেন দেশটির বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা। সউদী আরবে আগের দিনের চেয়ে আক্রান্তের হার কমেছে। আজ নতুন করে আক্রান্ত হয়েছে ১০১ জন। সুস্থ হয়েছে আরও ১৮২ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে আরও ৯ জন। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেন ৬ হাজার ২৩৯ জন। এই পর্যন্ত মোট আক্রান্ত ৩ লাখ ৬২ হাজার ৯৭৯ জন। মোট সুস্থের সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ২৬৩ জন। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াল

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ