Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিসিকের নির্দেশনা প্রত্যাহারের দাবীতে আন্দোলনে নেমে আটক ৪ রিকসা চালক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ২:৪৮ পিএম | আপডেট : ২:৫২ পিএম, ৪ জানুয়ারি, ২০২১

সিলেট সিটি করপোরেশনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ১০-১২জন রিকশা চালক আন্দোলনে নামেন নগরীরর চৌহাট্টায়। এমন খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল চৌহাট্টা এলাকা থেকে ৪ জন রিকশা চালককে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অন্যরা। আজ সোমবার (৪ জানুয়ারি) সকালে পুলিশ এ অভিযান চালায়। তবে নগরীর জিন্দাবাজার-বন্দরবাজার-চৌহাট্টায় এলাকায় সিসিকের নিষেধাজ্ঞা নিয়ে কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সোমবার সকাল থেকে সর্তকবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিলেট কোতোয়ালি থানার ওসি তদন্ত ইয়াছিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিকের নির্দেশনা প্রত্যাহারের দাবি করে ১০/১২জন রিকশা চালক আন্দোলনে নামে চৌহাট্টায়। পুলিশ অভিযান চালিয়ে আটক কওে ৪জন রিকশা চালককে। এসময় পালিয়ে যায় অন্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিসিক

৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ