Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইস্কয়ার সোয়েটার্স শ্রমিকদের মানববন্ধন

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ২:৩১ পিএম

বেআইনী ‘লে’ অফ প্রত্যাহার করে কারখানা খুলে দেয়া ও শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে নগরীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইস্কয়ার সোয়েটার্স লিমিটেডের শ্রমিকরা।
রবিবার (৩জানুয়ারী) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফেডারেশন অফ ওয়ার্কার্স জেলা সভাপতি শাহাদাত হোসেন সেন্টু।অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব আহমেদ রাজু, শ্রমিকনেতা রফিকুল ইসলাম রফিক সহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে সেন্টু বলেন, উচ্চবিত্ত পরিবারের সন্তানরা লাখ লাখ টাকা খরচ করে নববর্ষ পালন করে। আর আমার শ্রমিকরা না খেয়ে জীবন দিয়ে হলেও কারখানায় কাজ করি।
অবিলম্বে ইস্কয়ার সোয়েটার্স খুলে দিতে এবং সন্ত্রাসী হামলাকারীদের আইনের আওতায় আনতে জোর দাবী জানাচ্ছি আমরা।মানববন্ধন শেষে শহরের একটি বিক্ষোভ মিছিল শেষে কলকারখানা অধিদফর, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবরে একটি লিখিত স্বারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ