Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

গতবছর ৩০ ফিলিস্তিনিকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ১০:১৪ পিএম

২০২০ সালে ৩০ ফিলিস্তিনিকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েলী বাহিনী।গত সোমবার ইসরায়েলের মানবাধিকার সংস্থা বি সেলেম জানিয়েছে, ২০২০ সালে ইসরায়েল নিরাপত্তা বাহিনী গাজায় ৭জন এবং পূর্ব তীর ও জেরুসালেমে ২৩ জনকে হত্যা করেছে। সংস্থাটি জানিয়েছে- পূর্ব তীরে হত্যা করা হয়েছে এমন ১১ জনের পরিবার বলছে, তাদের সন্তানরা নিরস্ত্র ছিলো। -আল জাজিরা

তারা জানিয়েছে- কোনো কারণ ছাড়াই ইসরায়েলের সেনারা তাদেরকে গুলি করেছে। গত জুনে সংস্থাটির প্রকাশিত একটি প্রতিবদনে আরও উঠে এসেছে, ইসরায়েলের সেনারা ফিলিস্তিনি প্রতিবন্ধীদেরও গুলি করে হত্যা করে। প্রতিবন্ধীদের হত্যার বিষয়ে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীরা প্রতিবন্ধীদের দিয়ে অস্ত্র বহন করায়। অস্ত্র বহন বন্ধে তাই প্রতিবন্ধীদের গুলি করতে বাধ্য হয় তারা। ২০২০ শেষে প্রকাশিত বি সেলেমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, করোনাকালেও ইসরায়েল ফিলিস্তিনের ৭২৯ টি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত অসংখ্য ফিলিস্তিনি ইসরায়েলের হামলায় তাদের বাড়িঘর হারিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ