Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সওজের প্রধান প্রকৌশলী আবদুস সবুর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের সদস্য অতিরিক্ত প্রকৌশলী মো. আবদুস সবুরকে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি যোগদান করেছেন।
গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আবদুস সবুর ১৯৮৬ সালে সড়ক ও জনপথ অধিদফতরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। এরপর তিনি সওজের মাঠ পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং সর্বশেষ ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টে প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। প্রকৌশলী আবদুস সবুরকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব প্রদান করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত সোমবার প্রজ্ঞাপন জারি করে এবং তিনি গতকাল যোগদান করেছেন বলে জানানো হয়।



 

Show all comments
  • জিহাত ২ মার্চ, ২০২১, ১০:৪৪ পিএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ