Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি : বাম জোটের বিক্ষোভ সমাবেশ আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ ও নিয়োগ বাণিজ্যেনসহ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আজ বুধবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবন ও জেলায় জেলা নির্বাচন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে গত ৩০ ডিসেম্বর এই কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে উক্ত কর্মসূচি সফল করার আহŸান জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ এবং এর আগে সকাল ১১টায় আগারগাঁওস্থ নিউরো সায়েন্স হাসপাতালের সামনে জমায়েত অনুষ্ঠিত হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে করা এবং সেই ভোটকে বৈধতা প্রদান করার মধ্য দিয়ে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তার সকল ধরণের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা হারিয়েছে। এ নির্বাচন কমিশন শুধু মাত্র তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দেয়নি। তারা নানা রকম অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ ও নিয়োগ বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছে। এই নির্বাচন কমিশনের আর কোন নির্বাচন পরিচালনার বৈধ নৈতিক কর্তৃত্ব অবশিষ্ট নেই। সেই কারণে অবিলম্বে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ