Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির ৬ বিশেষজ্ঞ প্যানেল গঠন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে ছয়টি বিশেষায়িত বিষয়ে বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে। গতকাল ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির প্রথম সভায় এসব বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়।

সভায় উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. হোসেন মনসুর সভাপতিত্ব করেন এবং উপকমিটির সদস্য সচিব ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর সঞ্চালনা করেন। এসময় উপকমিটির সদস্য আ.ফ.ম রুহুল হক এমপি, এ. বি. এম ফজলে করিম চৌধুরী এমপি, মো. আবু জহির এমপি, মো. সাইফুজ্জামান শেখর এমপি, নাসিমুল আলম চৌধুরী এমপি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিদ্যুত, জ্বালানি, যোগাযোগ, রেল, আইসিটি, আমার গ্রাম- আমার শহর এবং অবকাঠামো বিষয়ে মোট ছয়টি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে। এসব বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা উপকমিটির তত্বাবধানে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কসপসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে। একই সাথে এইসব টেকনোলজিকাল বিষয়ে বিশেষজ্ঞ প্যানেল থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

২০ সেপ্টেম্বর, ২০২২
১৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ