Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

হিজাব পরার অনুমতি পেলো যুক্তরাজ্যের রয়েল ডার্বি হাসপাতালের মুসলিম নারী চিকিৎসকরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ৭:৩৯ পিএম

যুক্তরাজ্যের রয়েল ডার্বি হাসপাতাল মুসলিম নারী চিকিৎসকদের হিজাব পরিধানের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতালের তৈরি সাময়িক ব্যবহারযোগ্য ও জীবাণুমুক্ত হিজাব অপারেশন থিয়েটারে পরিধান করা যাবে। রয়েল ডারবি হাসপাতাল সর্বপ্রথম কর্মক্ষেত্রে হিজাব পরিধানের অনুমোদন প্রদান করে। হাসপাতালে এ উদ্যোগটি গ্রহণ করেন মালয়েশিয়া বংশোদ্ভূত ডা. ফারাহ রোসলান। -দ্য নিউজ

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভালো কাজের চর্চায় জাতীয় স্বীকৃতি আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমাদের বিশ্বাস আমরাই প্রথম যুক্তরাষ্ট্রের অপারেশন থিয়েটারে কর্মীদের জন্য জীবাণুমুক্ত হিজাব পরিধানের অনুমোদন দিয়েছি। ডা. রোসলান বলেন, আমার লক্ষ্য বাস্তবায়ন করতে পেরে আমি খুবই আনন্দিত। জীবাণুমুক্ত হিজাব রোগ সংক্রমণ নিয়ন্ত্রণে বেশ কাজে দেবে বলে আমি মনে করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ