Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ১৮ মে ২০২১, ০৪ জৈষ্ঠ্য ১৪২৮, ০৫ শাওয়াল ১৪৪২ হিজরী

শিবগঞ্জে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১২:৫৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। শুক্রবার নৌকার পক্ষে ভোট চেয়ে মোবারকপুর ইউনিয়নের কান্তিনগর ও বটতলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

পরে বটতলায় অনুষ্ঠিত উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতা রইশুদ্দিনের সভাপতিত্বে ও সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করতে ও উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দেয়ার অনুরোধ করেন তিনি। এতে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়া উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁপাইনবাবগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ