Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজশাহীতে বিমান দুর্ঘটনা, ফ্লাইট বন্ধ

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ৪:৪২ পিএম | আপডেট : ৫:১৬ পিএম, ৯ জানুয়ারি, ২০২১

রাজশাহীতে বিমান দুর্ঘটনা, ফ্লাইট বন্ধ
স্টাফ রিপোর্টার
রাজশাহী বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং ক্লাবের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে।

শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় বিমান অবতরণের সময় চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনার পর থেকে বিমানবন্দরটিতে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে।


সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, শনিবার (৯ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩ টায় গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান (মডেল নং- S2AFK) অবতরণের সময় হার্ড ল্যান্ডিং এর কারণে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় প্রশিক্ষণ বিমানের চাকা ভেঙ্গে যায়।

প্রশিক্ষণ বিমানের আরোহীদের মধ্যে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চীফ ইন্সট্রাক্টর পাইলট ক্যাপ্টেন মশিউর রহমান ও একজন প্রশিক্ষণার্থী সুস্থ আছেন। দুর্ঘটনার কারণে রাজশাহী বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িক ভাবে বন্ধ আছে। রানওয়ে ক্লিয়ার হলে পুনরায় বিমান চলাচল শুরু হবে। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ