Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুবলীগ নেতার মুক্তি দাবিতে মহাসড়ক অবরোধ

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক হাজী মো. আল আমিনের নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল দাউদকান্দি উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে দাউদকান্দি উপজেলা সদরে হাজার হাজার নারী পুরুষ শিশু পার্কের সামনে মানববন্ধন প্রতিবাদ সভা ও ঢাকা-চট্টাগ্রাম মহাসড়ক অবরোধ করে। প্রতিবাদ সভায় বক্তব্যে রাখেন, দাউদকান্দি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন, উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক হেলাল মাহমুদ, মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান, যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন ও আল আমিনের স্ত্রী শামিমা বেগম। আল আমিনের স্ত্রী শামিমা বেগম বলেন, আমার স্বামীর বিরুদ্ধে নির্দিষ্ট কোন মামলা ও ওয়ারেন্ট নাই। ২০১৬ সালের একটি হত্যা মামলায় সংশ্লিষ্টতা দেখিয়ে জেলা সিআইডি আমার স্বামীকে গ্রেফতার করে। তিনি আরো বলেন, আমার স্বামী আসন্ন ইউপি নির্বাচনে দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন জনপ্রিয় প্রার্থী তার জনপ্রিয়তায় ইর্ষান্নিত হয়ে একটি কুচক্রি মহল আমার স্বামীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের ফাদ পেতেছে আমি আমার স্বামী আল আমিনের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ