Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

দৌলতখানে মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে ৯ জেলে আটক

দৌলতখান(ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ৪:২৯ পিএম

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। আজ সোমবার দুপুরে ভ্রামম্যান আদালতের বিচারক ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দৌলতখানের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা খুটাজাল,মশারি জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করার সময় মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ বিশেষ কম্বিং অভিযান চালায়। এ সময় ৯ জেলেকে আটক করা হয়। এছাড়াও অভিযানের সময় ২টি ইঞ্জিনচালিত নৌকা, ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে আটককৃত জেলেদের ভ্রামম্যান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদÐ দেয়া হয় । জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ