Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গণ টিকাদান কেন্দ্র ইংল্যান্ডে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

দেশজুড়ে সাতটি গণ টিকাদান কেন্দ্র খুলছে ইংল্যান্ড। এতে করে চলতি সপ্তাহে দেশটির হাজার হাজার মানুষ করোনার টিকা পাবেন। সাতটি গণ টিকার কেন্দ্র খোলা ছাড়াও ব্রিটেনে এক হাজার ক্লিনিক, ২২৩ টি হাসপাতাল এবং ২০০ কমিউনিটি ফার্মেসী করোনার টিকা সরবরাহ করবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একইসঙ্গে দেশটির স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে সাহায্য করতে মোতায়েন করা হবে সশস্ত্র বাহিনী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সরকারের লক্ষ্য হচ্ছে মাঝ ফেব্রুয়ারি মধ্যে দেড় কোটি লোককে করোনার টিকা দেওয়া। যাদের মধ্যে রয়েছে ৭০ বছরের বেশি বয়সী, স্বাস্থ্যকর্মী এবং যারা ঝুঁকির মধ্যে রয়েছেন। ইংল্যান্ডের স্বাস্থ্য সেবা ব্যবস্থা এনএইচএস জানিয়েছে, পরের সপ্তাহে আরও পরিষেবা খোলা হবে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এক সংবাদ সম্মেলনে দেশটির টিকা প্রদানের পরিকল্পার ব্যাপারে সম্মেলন করবেন। এদিকে দেশটিতে ফের বেড়েছে করোনার সংক্রমণ। করোনা রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির হাসপাতালগুলো। দেশটিতে এখন পর্যন্ত করোনার আক্রান্ত রোগীর সংখ্যা ৩১ লাখের কাছাকাছি। এছাড়া এই ভাইরাসে মারা গেছে ৮১ হাজারের বেশি মানুষ। বিবিসি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ