Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নওগাঁর মহাদেবপুরে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ৫:০৬ পিএম

মঙ্গলবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার ২০২১’ এর আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউএনও মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় প্রমুখ।
সেমিনারে বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ ৪০ জন অংশ নেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ