চট্টগ্রামে খুনের দায়ে ৯ জনের মৃত্যুদন্ড
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দেড়যুগ আগের খুনের মামলায় নয় আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার
মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে নওগাঁর ধামইরহাট থানা পুলিশ তয়সর আলী (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার ইসবপুর ইউনিয়নের চকমহাদেব এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সোমবার দিবাগত রাতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিন জানান, স্থানীয়রা সকালে বাড়ীর পাশের্^ একটি আমগাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।