আসছে ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত পরিচালকদ্বয়ের ‘চেরি’
.jpg)
মার্কিন লেখক নিকো ওয়াকার’য়ের লেখা ‘চেরি’ উপন্যাস অবলম্বনে তৈরি সিনেমা ‘চেরি’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ২৬
নতুন বিয়ে করলেন সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। এটি তার তৃতীয় বিয়ে। তার নতুন স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা। হাবিব গতকাল এক ফেসবুক পোস্টে তার বিয়ের কথা জানান। তিনি ভক্তদের উদ্দেশে বলেন, প্রিয় ভক্তবৃন্দ, আমি আমার ব্যক্তিগত জীবনের একটি খবর আপনাদের সাথে ভাগ করতে চাই। স¤প্রতি আমি বিয়ে করেছি। আমার স্ত্রীর নাম আফসানা চৌধুরী শিফা। আপনারা সকলেই জানেন যে, মহামারীর কারণে পুরো বিশ্ব বর্তমানে খুব খারাপ সময় পার করছে। এই কারণেই বিষয়টি সেভাবে কাউকে জানানো হয়নি। সবাই দোয়া করবেন। জানা যায়, হাবিবের স্ত্রী শিফা মডেলিংয়ের সঙ্গে জড়িত। তিনি ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী। উল্লেখ্য, এর আগে হাবিব ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। সেই সংসার অল্প সময়ে ভেঙ্গে যায়। এরপর ২০১১ সালের ১৩ অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলের জন্ম হয়। বিভিন্ন কারণে ২০১৭ সালের ১৯ জানুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।