Inqilab Logo

ঢাকা, শনিবার, ১২ জুন ২০২১, ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮, ৩০ শাওয়াল ১৪৪২ হিজরী
শিরোনাম

হিলিতে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

হিলি সীমান্তের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় হাকিমপুর কলেজ মাঠে শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেন জয়পুরহাট ২০ বিজিবি›র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো। এসময় সেখানে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার তবিবুর রহমান, হিলি বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার সোলাইমান আলী, হিলি আইসিপি ক্যাম্পের হাবিদার হিলি মঞ্জুরুল ইসলাম ও ক্যাম্পের হাবিদার সেলীন রোপারী প্রমুখ উপস্থিত ছিলেন।
লে.কর্ণেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো বলেন, ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ। এসব শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। তিনি আরও বলেন, জয়পুরহাট ২০ব্যাটলিয়ানের আওতায় সীমান্তের ৯টি বিওপিও ৩টি বিশেষ ক্যাম্পে মোট ২ হাজার শীতার্তদের মাঝে কম্বল ও সুয়েটার বিতরণ করা হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন