রাজশাহীতে ব্ল্যাকমেইল চক্রের নারীসহ চার সদস্য আটক
-27.02.2021.jpg)
রাজশাহী মহানগরীতে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় চক্রের নারীসহ ৪ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ এই জন্য দেশে পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
বর্তমানে বাংলাদেশে কোন নির্বাচনে অনিয়ম হচ্ছে না। দেশে পৌরসভা নির্বাচনও অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, নির্বাচনে যারা হেরে যায় তারাই শুধু কারচুপির অভিযোগ তুলেন। এটা এদেশের কালচার। শুধু বাংলাদেশ নয় বিশে^র যেকোন দেশে সাধারণ নির্বাচনে যে দল হেরে যায় তারাই কারচুপির অভিযোগ তোলেন।
বিএনপির উদ্দেশ্যে সিইসি বলেন, আপনারা আমাদের উপর আস্থা রাখুন। পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে।
বর্তমান নির্বাচন কমিশনের প্রতি জনগনের আস্থা রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আস্থা আছে বলেই ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে সুষ্ঠভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই আস্থায় কেউ আঘাত করতে চাইলে কিংবা অসন্তোষ সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ইভিএমএ ভোট কারচুপির কোন সুযোগ নেই বলেও জানান তিনি।
এসময় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানসহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।