আসছে ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত পরিচালকদ্বয়ের ‘চেরি’
.jpg)
মার্কিন লেখক নিকো ওয়াকার’য়ের লেখা ‘চেরি’ উপন্যাস অবলম্বনে তৈরি সিনেমা ‘চেরি’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ২৬
এবার প্রযোজনায় আসছেন অভিনেত্রী তমা মির্জা। প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দিয়েছেন মির্জা’স ক্রিয়েশন। তমা মির্জা জানান, প্রযোজনায় আসার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। সম্প্রতি এ নিয়ে পরিকল্পনা করেছি। এবার সেটি বাস্তবায়ন করার চেষ্টা করছি। এখনো সবকিছু ফাইনাল হয়নি। সবকিছু গুছিয়ে চলতি মাসেই আনুষ্ঠানিক ঘোষণা দেব। এখান থেকে নাটক, সিনেমা প্রযোজনার পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করা হবে। তমা আপাতত অভিনয় থেকে দূরে আছেন। তবে মার্চ থেকে নতুন উদ্যোমে কাজ শুরু করবেন বলে জানান। এদিকে তমা মির্জার সিনেমার মধ্যে ফ্রম বাংলাদেশ, পাপকাহিনী, কাঠগড়ায় শরৎচন্দ্রসহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনয়ের পাশাপাশি প্রিয়তমার প্রিয়মুখ নামে দেশ টিভির একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।