২৫-২৬ জানুয়ারি টিকা আসছে: স্বাস্থ্যমন্ত্রী

সিরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান ২৫-২৬ জানুয়ারি দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বুধবার দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, ব্যারিস্টার মওদুদ আহমদের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। দুপুরে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ব্যারিস্টার মওদুদ আহমদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তার রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।