কুষ্টিয়ায় গৃহবধূকে হয়রানির অভিযোগে পুলিশ সোর্সকে গণপিটুনি

কুষ্টিয়ার খোকসায় গৃহবধূকে লাগাতার হয়রানির অভিযোগে এক পুলিশ সোর্সকে পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে সরকারি কাজে বাঁধা প্রদান ও লাঞ্চিত করার প্রতিবাদে মঠবাড়িয়ায় বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মানববন্ধন করেছে। উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, অর্থ সম্পাদক গোবিন্দ চন্দ্র মজুমদার, সহ-সাংগঠনিক সমম্পাদক সুমন কৃষ্ণ বড়াল প্রমূখ।
বক্তারা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে লাঞ্চিত কারীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।