খুলনায় নতুন করে একজন করোনায় আক্রান্ত

খুলনায় নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মোট
টেকনাফের বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পটি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের গুরুত্ব বিবেচনায় এবং পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন।
টেকনাফের বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বর্তমানে অবস্থানরত শরনার্থীদের উখিয়া টেকনাফ এর বিভিন্ন ক্যাম্পে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হচ্ছে।
এ প্রক্রিয়ার অংশ হিসাবে বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে ১৪৪টি পরিবারের ৬৭০জন রোহিঙ্গা শরনার্থীকে উখিয়ার ২০ নম্বর শরণার্থী ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
বুধবার ১৪ জানুয়ারী বিকেল ৩টার পর ৯টি বাস ও ৪টি ট্রাকে করে তাদের উখিয়ায় স্থানান্তর করা শুরু হয়েছে। এ স্থানান্তর প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।