Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বগুড়া জেলা জজ আদালত বর্জনের ঘোষণা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ৫:৩০ পিএম

বগুড়া জেলা জজ আদালতের আইনজীবীরা আগামী রোববার থেকে জেলা ও দায়রা জজ নরেশ
চন্দ্রের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মোজাম্মেল হক মোজাম জানান, জেলা জজ নরেশ চন্দ্র এজলাসে নিয়মিতভাবে আইনজীবীদের সাথে
অসৌজন্যমূলক আচরণ করতেন।
সর্বশেষ বারের সিনিয়র নেতা এ্যাডভোকেট রেজাউল করিম মন্টুর সাথে দূর্বব্যাহার করলে আইনজীবীদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
বারের ২৬৯ জন আইনজীবী এ্যাপারে বারের সভাপতি বরবরে
তলবী সভার আবেদন করলে বৃহস্পতিবার দুপুরে তলবি সভা ডাকা হয়। বগুড়া বারের সভাপতি এ্যাড, শফিকুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয় আগামী রোববার থেকে জেলা জজের অপসারণ না হওয়া পর্যন্ত আদালত বর্জন চলবে।
জরুরি তলবি সভায় বিপুল আইনজীবী উপস্থিত ছিলেন বলে
জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ