মানুষ উন্নয়ন চায় বলেই আ.লীগের প্রার্থীগণ বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৌরসভা নির্বাচনে ব্যাপক সংখ্যক
ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আব্দুল মান্নানের মৃত্যুর ঘটনায় তার প্রতি সম্মান জানিয়ে ঢাকার আদালতের কার্যক্রম মুলতবি রাখা হয়েছে। এ কারণে গতকাল বৃহস্পতিবার ঢাকা জেলা জজ আদালতের অধীন কোনো সকল আদালতের কার্যক্রম বন্ধ ছিলো। গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন খন্দকার আব্দুল মান্নান (৭০) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানান পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আব্।ু গতকাল বেলা ১১টায় ঢাকা মহানগর দায়রা জজ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্টিত হয়। পরে তার প্রতি সম্মান জানিয়ে আদালত কার্যক্রম মুলতবি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।