Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনার মারাত্মক ঝুঁকি নিয়েই ভারতে বিশাল কুম্ভমেলা আয়োজন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ১০:৩৪ এএম

প্রাণঘঘাতি করোনাভাইরাস সংক্রমণের তীব্র ঝুঁকি থাকা সত্বেও প্রতিবছরের মতো এ বছরও ভারতের উত্তরাখন্ডের হরিদ্বারেহ হাজার হাজার ধর্মপ্রাণ হিন্দু মানুষ গঙ্গা নদীতে নেমে ধর্মীয় রীতি পালন করেছে। অথচ করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণে সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় ভারত দ্বিতীয় ।

দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ মারা গিয়েছে। এ উৎসবের আয়োজক সিদ্ধার্থ চক্রপানি বলেন, করোনা ভাইরাস নিয়ে একটু ভয় আছে, তবে আমরা সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। তার ধারনা প্রায় আট থেকে দশ লাখ মানুষ এ আয়োজনে অংশ নেবে। তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত মা গঙ্গা করোনার সংক্রমণ থেকে আমাদেরও রক্ষা করবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ