Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

টাঙ্গাইলে বিএনপির মেয়র প্রার্থীর অফিস ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২১, ৬:৩৩ পিএম

আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানুর নির্বাচনী অফিস ভাঙচুর করায় প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ শুক্রবার বিকেলে শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া স্টেডিয়াম সেতু সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সহ-সভাপতি হাসিনুজ্জামান শাহীন, শহর বিএনপিসাধারণ সম্পাদক শাহিন আকন্দ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলি ও সাধারণ সম্পাদক হারুন।

সমাবেশে বক্তারা বলেন, আমরা চাই টাঙ্গাইল পৌরসভায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু দলীয় ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বিএনপির নেতাকর্মীদের ভয় দেখিয়ে নির্বাচন করতে চায় সরকার দলীয় লোকজন। তারা রাতের আঁধারে আমাদের অফিস ভাঙচুর করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উল্লেখ্য, ১৪ জানুয়ারি দিবাগত রাতে শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় স্টেডিয়াম সেতু সংলগ্ন বিএনপির নির্বাচনী অফিসে ভাঙচুর করে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় নির্বাচনী অফিস ভেঙ্গে খুঁটি কেটে তাঁবু ছিঁড়ে ফেলে। এ ঘটনায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একটি অভিযোগ দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাঙ্গাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ