Inqilab Logo

ঢাকা সোমবার, ০১ মার্চ ২০২১, ১৬ ফাল্গুন ১৪২৭, ১৬ রজব ১৪৪২ হিজরী

আমির আলি-সানজিদা শেখের সম্পর্কে ফাটল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ১২:২৮ পিএম

অভিনেতা আমির আলির সঙ্গে স্ত্রী সানজিদা শেখের সুখের স্বর্গে নাকি ভাঙন ধরেছে। সানজিদা, আমিরের বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে থাকছেন। গত বছর (২০২০) গোড়ার দিক থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এবিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্যই করেননি আমির-সানজিদা। এমন গুঞ্জনের মাঝেই সমুদ্র সৈকতে এক রহস্যময়ীর সঙ্গে আমিরের ছবি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

রহস্যময়ীর সঙ্গে ছবিটি পোস্ট করেছিলেন আমির আলি নিজেই। যেখানে ওই রহস্যময়ীর সঙ্গে রোমান্স করতে দেখা যাচ্ছে অভিনেতাকে। একটি ছবিতে ওই সুন্দরীর হাত ধরে সৈকতে দৌড়তে দেখা যাচ্ছে আমিরকে। অপর ছবিতে ওই সুন্দরী মহিলা আমিরের কাঁধে চড়ে বসেছেন। ছবি পোস্ট করে ক্যাপশানে আমির লিখেছেন 'শশশ........'। আমিরের পোস্ট করা কোনও ছবিতেই মহিলার মুখ দেখা যাচ্ছে না। আর এরপরেই আমিরের সঙ্গে এই রহস্যময়ী নারী কে তা নিয়ে জল্পনা শুরু হয়। নেটিজেনদের কেউ কেউ লেখেন ওই রহস্যময়ী আসলে আমিরের স্ত্রী সানজিদা শেখ। প্রশ্ন করতে শুরু করে, তবে কি সানজিদার সঙ্গে আমিরের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে? কেউ কেউ আবার কমেন্ট করেন ওই রহস্যময়ী সানজিদা নন, অন্য কেউ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ