Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাবুলে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ৩:৫৯ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে সুপ্রিম কোর্টের দুজন নারী বিচারপতি নিহত হয়েছেন। হামলার জেরে আহত হয়েছেন গাড়ির চালকও। আজ রোববার সকালে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান কর্মকর্তারা। দেশটিতে একের পর এক ঘটে চলা হত্যাকাণ্ডের মধ্যে এটিই সর্বশেষ। খবর এএফপির।
সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিম কায়িম জানিয়েছেন, দুর্ভাগ্যজনক যে, আজকের হামলায় আমরা দুই নারী বিচারককে হারালাম। তাদের বহনকারী গাড়িটির চালক হামলায় আহত হয়েছেন। ওই গাড়িটি তাদের সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছিল। কিন্তু তার আগেই হামলার শিকার হলেন তারা।
ওই মুখপাত্র জানান, দেশটির শীর্ষ আদালতে ২০ জনের বেশি নারী বিচারক দায়িত্ব পালন করছেন। কাবুল পুলিশের পক্ষ থেকেও ওই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত কয়েক মাসে আফগানিস্তানের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা অনেক বেড়ে গেছে। বিশেষ করে কাবুলে একের পর এক শীর্ষ স্থানীয় কর্মকর্তারা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।
মাত্র একদিন আগেই দেশটিতে দুই মিলিশিয়া সদস্য নিজ দলের ১২ জনকে গুলি করে হত্যা করেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনাকে অভ্যন্তরীণ হামলা বলে উল্লেখ করেছে।
হেরাত পুলিশের মুখপাত্র আব্দুল আহাদ ওয়ালিজাদা শনিবার এক বিবৃতিতে বলেন, নিজেদের সহকর্মীদের হত্যার পর ওই দুই মিলিশিয়া সদস্য অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে পালিয়ে গেছে।
এদিকে গত শুক্রবার দিবাগত রাতে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবানের এক হামলায় কমপক্ষে ৯ আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। পুলিশের দুটি তল্লাশি ফাঁড়িতে এই হামলা হয়।
কর্মকর্তারা জানান, তাজিকিস্তান সীমান্তের ওই দুই ফাঁড়িতে যুগপৎ হামলা চালায় তালেবান যোদ্ধারা। এ অঞ্চলে নিয়মিতভাবে সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তালেবানের লড়াই চলছে। সর্বশেষ ওই হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন কুন্দুজের গভর্নর আবদুল সাত্তার মির্জাকাওয়াল।
তবে কুন্দুজের প্রাদেশিক পরিষদের সদস্য খালুদ্দিন হাকিমি বলেছেন, হামলায় ১০ জন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ